শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস বারায় অফস্টেটের একটি রির্পোটে কাউন্সিলের চিলড্রেন সার্ভিসের চরম ব্যথর্তার চিত্র তুলে ধরা হয় ও এক্ষেত্ৰে সময় সীমা বেধে দেওয়া হয়৷ এরপরই টাওয়ার হ্যামলেটসে চিলড্রেন সার্ভিসের লিড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছিলেন লেবার কাউন্সিলার র্যাচেল স্যান্ডার্স।
স্থানীয় একটি ইংরেজী পত্রিকার উদ্ধৃতি দিয়ে জানা যায়, পিপলস এলাইন্স অব টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলার রাবিনা খান এর এক অভিযোগের প্রেক্ষিতে অফস্টেড এই অভিযোগের তদন্তে নামে।
টাওয়ার হ্যামলেটস বাসিন্দারা মতে, এটা আসলেই তদন্তের বিষয়। তবে চিন্তার বিষয় বর্তমান লেবার নির্বাহী জন বিগসের আমলে অনেক পরিবর্তন লক্ষ্যে করা যাচ্ছে, যা এ রকম আগে দেখা যায়নি। এক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির রাজনীতি কোন্দল আগামী স্থানীয় সরকার নির্বাচনে অনেক ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে বলে জানা যায়।
সাৰেক স্পিকার কাউন্সিলার খালিস উদ্দিন আহমদের সাসপেন্ড এবং পরবর্তী সময়ে আইনের মাধ্যমে ফিরে আসা৷ সম্প্রতি তিনজন ডেপুটি মেয়র এর মধ্যে কাউন্সিলার শিরিয়া খাতুন নির্বাহী মেয়র জন বিগসের সাথে মতবিরোধের সুত্র ধরে পদত্যাগ করেন৷
ইতিমধ্যে লেবার দলীয় প্রভাবশালী কাউন্সিলার জাসুয়া প্যাক ও এ্যামি হোয়াইট লক সহ পাচ জন কাউন্সিলার আগামী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।