শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যদিও আগে ব্রিটিশ রয়েল মেইল কার্ড ফ্রুড হয়েছে। আর এ ব্যাপারে সতর্ক রয়েছেন ব্রিটিশ জনগন।
তবে এবার আবারো নকল রয়েল মেইল কার্ড দরোজার লেটার বক্সে ফেলে যাচ্ছে জালিয়াতি চক্র। এই নকল কার্ড দেখতে অনেকটা আসল রয়েল মেইল কার্ডের মতো ৪ থেকে ৬টি বক্স থাকে। তবে থাকে না রয়েল মেঁইলের মেইন লগো। আর এ ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে এ্যাকশন ফ্রড ইউকে।
ফেইস বুকে সতর্কতা জারি করে বলা হয়েছে, রয়েল মেইলের নকল কার্ড দেখতে অনেকটা আসল কার্ডের মতই। আর এই কার্ডে লেখা থাকে কেউ যদি রয়েল মেইলে রেজিস্টার্ড না থাকেন। তাহলে একটি সরবরাহকৃত নাম্বার দিয়ে বলা হয় আবারো ডেলিভারি পেতে ফোন করার জন্য। তাতে ০২০৮ নাম্বার দিয়ে শুরু হয়, এমন নাম্বার দেওয়া থাকে।
উল্লেখ্য, পার্সেল ডেলিভারি নিয়ে এর আগেও জাল- জালিয়াতি হয়েছে। ২০১৫ সালে ভুয়া কার্ড ফেলে যাওয়া হত। তাতে লেখা থাকত এটি জুয়েলারি পার্সেল। একটি ফোন নাম্বার দিয়ে তাতে কল করার পর বলা হত ১০ পাউন্ড পরিশোধ করার জন্যে। তবে পরে আর পার্সেলের কোন খোঁজ পাওয়া যায়নি।