সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৭

ব্রিটেনে অসংখ্য মানুষ আধুনিক দাসত্বের শিকার

ব্রিটেনে অসংখ্য মানুষ আধুনিক দাসত্বের শিকার

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের শহরগুলোয় হাজার হাজার মানুষ আধুনিক দাসত্বের শিকার বলে বলছে দেশটির একটি আইনপ্রয়োগকারী সংস্থা।

যতটা ভাবা হয়েছিল, ব্রিটেনে আধুনিক দাসত্বে থাবা তারচেয়েও অনেক বেশি বলে বলছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা বা এনসিএ।

এনসিএ বলছে, এর আগে জানা গিয়েছিল যে, প্রায় ১৩ হাজার মানুষ পাচারের শিকার হয়ে বা জোরপূর্বক কাজে বা দাসত্বে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংখ্যা আসলে অনেক বেশি, যে ঘটনা ঘটেছে ব্রিটেনের প্রায় প্রতিটি বড় শহর আর নগরে।

দেশটিতে এখন তিনশো অভিযোগের তদন্ত চলছে। তবে হাজার হাজার মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছে বলে তারা ধারণা করছে।

এনসিএ পরিচালক উইল কের বলছেন, আমরা যতই খুঁজছি, ততই এরকম ঘটনার দেখা পাচ্ছি। তিনি বলছেন, আপনার দৈনন্দিন জীবনেও আনি হয়তো এমন কারো দেখা পেয়েছেন বা সংস্পর্শে এসেছেন, যে হয়তো এরকম দাসত্বের শিকার।

আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, রোমানিয়া আর পোল্যান্ড থেকে আসা মানুষজনই এরকম দাসত্বের বেশি শিকার হয়েছে। তবে যুক্তরাজ্যের কেউ কেউ রয়েছেন, যারা এই খপ্পরে পড়েছেন।

ভালো চাকরি, শিক্ষা এমনকি প্রেমের অভিনয়ে এদের যুক্তরাজ্যে নিয়ে আসা হয়। এরপর আধুনিক দাসত্বে আটকে ফেলা হয়।

আধুনিক দাসত্বে মধ্যে যৌন শোষণ ছাড়াও সংঘবদ্ধ অপরাধী চক্রে ব্যবহার, কৃষি, নির্মাণ বা পারিবারিক কাজে জোরপূর্বক বাধ্য করার মতো অপরাধ রয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছে সব বয়সের পুরুষ, নারী ও শিশুরাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024