শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন আন্ডারগ্রাউন্ডে সাপ্তাহিকভাবে ২৪ ঘন্টার ট্রেন সার্ভিস চালু করেছে। র্তমানে লন্ডনে সেন্ট্রাল লাইন, ভিক্টোরিয়া লাইন, জুবলি লাইন, পিকাডিলি লাইন এবং নর্দান লাইন শুক্র ও শনিবার ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে আসছে।
তবে এই আন্ডারগ্রাউন্ডে সার্ভিসে ড্রাইভার সংকটে চলছে। গত সাপ্তাহে সাধারণত যেখানে ২২টি ট্রেন চলাচল করে সেখানে মাত্র ৭টি চলেছে। এ তথ্য দিয়েছে ম্যারিটাইম এন্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন।
কর্তৃপক্ষ বলছে নাইট টিউব সার্ভিস অর্থনীতিতে সহায়তা করছে এবং পিকাডিলি লাইন চলমান সার্ভিস অব্যাহত রাখতে অঙ্গীকারাবদ্ধ। এদিকে গত সাপ্তাহে পিকাডিলি লাইনে ভালো সার্ভিস দিতে না পারায় দু:খ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
তবে লন্ডন আন্ডারগ্রাউন্ড বলছে কিছু ড্রাইভারের অসুস্ততা সত্ত্বেও আগস্টের আগ পর্যন্ত ভালো সার্ভিস দিয়েছে তারা। আরএমটি এর সেক্রেটারী মিক ক্যাশ বলেছেন টিউব বসদের স্পষ্ট বার্তা দিতে হবে তারা ড্রাইভার সংকট কার্যকর প্রদক্ষেপ নিচ্ছেন।