সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১০

বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করলো কেনিয়া

বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করলো কেনিয়া

বানিজ্য ডেস্ক: বাংলাদেশে নির্মিত একটি পেট্রোল জাহাজ আমদানি করলো কেনিয়ার সরকার। রোববার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দরিয়া নামের পেট্রোল জাহাজটি সরবরাহের জন্য উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মুহিত বলেন, সরকার জাহাজ নির্মাণশিল্পে সহযোগিতা দিয়ে যাচ্ছে। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের উজ্জ্বল অতীতের কথা তুলে ধরে এ খাতে সরকারের চলমান উদ্যোগ ও দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীল পরিবেশে হারানো আস্থা এখনো ফিরে পায়নি বিনিয়োগকারীরা।

চলমান একটি ক্রুজ শিপে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত জাহাজটিতে হেলিপ্যাডসহ নিরাপত্তা সরঞ্জাম রয়েছে, যা ঘণ্টায় ৭০ মাইল বেগে চলতে সক্ষম। দেড়শ কোটিরও বেশি টাকা ব্যয়ে জাহাজটি কেনীয় সরকারের ব্লু ইকোনমি ও দুর্যোগকালীন পূর্ব আফ্রিকার ভারত মহাসাগরে চলাচল করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024