শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মামলা জিতলেন একজন মুসলিম নারী। এর ফলে ওই নারী পাচ্ছেন ৮৫ হাজার ডলার। ক্যালিফোর্নিয়ায় পুলিশ হেফাজতে থাকা মুসলিম নারী কিরস্টি পাওয়েলের মাথা থেকে অন্যদের সামনে জোর করে হিজাব খুলে নিয়েছিল পুলিশ।
এ ঘটনায় কিরস্টির ধর্মীয় বিশ্বাস লঙ্ঘন করা হয়েছে বলে মামলা করেন তিনি। সেই মামলার রায়ে তিনি বিজয়ী হয়ে পাচ্ছেন ৮৫ হাজার ডলার। এ ঘটনাটি ক্যালিফোর্নিয়ার লং বিচের। কিরস্টি পাওয়েলের পক্ষে মামলা করে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার)। কিরস্টি পাওয়েলের দেহ তল্লাশিকালে একজন পুরুষ পুলিশ অফিসার সবার সামনে তার মাথার হিজাব খুলে নেন।
এতে তিনি অপমানিত হয়েছেন। এমন অভিযোগ এনে মামলায় বলা হয়েছে, তল্লাশিতে কিরস্টি পাওয়েল কোনো বাধা দেন নি। তার দেহ তল্লাশি করতে পারতেন নারী পুলিশ অফিসাররা।
কিন্তু তার পরিবর্তে একজন পুরুষ পুলিশের ওই আচরণে কিরস্টি পাওয়েল মারাত্মক অস্বস্তিতে পড়েছিলেন। অপমানিত হয়েছেন এবং আবেগে কেঁদেছেন। এ মামলায় কিরস্টি জিতেছেন। তাকে অর্থ পুরস্কার দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে শহরে পুলিশ কর্মকর্তাদের নীতিতেও পরিবর্তন আনতে সহায়তা করেছে এ ঘটনা।
গত ডিসেম্বরে লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট তাদের নীতি সংস্কার করেছে। তার অধীনে কোনো বন্দিকে জেলে রাখা অবস্থায় তাকে মাথায় ধর্মীয় পোশাক অর্থাৎ হিজাব পরতে দেয়ার অনুমোদন দেয়া হয়। কিরস্টি পাওয়েলকে ৮৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়ে লং বিচ সিটি কাউন্সিল গত সপ্তাহে এ নিয়ম অনুমোদন করেছে।