শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান এর আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন স্টিভ ব্যানন।
তবে মুখ্য কৌশল প্রণেতা থেকে অপসারণের শিকার হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন স্টিভ ব্যানন।
অপসারণ ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে নিজের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে নয়, তার পক্ষেই লড়াই করবেন।
ব্লুমবার্গ বিজনেস উইকের সাংবাদিক জসুয়া গ্রিনকে ব্যানন বলেন, আপনাদের মনে যদি কোনও সংশয় থেকে থাকে, সেটা পরিষ্কার করি।
আমি হোয়াইট হাইস ছাড়ছি এবং ক্যাপিটাল হিল, সংবাদমাধ্যম এবং কর্পোরেট আমেরিকায় থাকা ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছি।
সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি উত্তেজিত ছিলেন বলে জানিয়েছেন ব্লুমবার্গের সাংবাদিক।
তার অপসারণের পর হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন সেই ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের একজন সম্পাদক। আর ব্যানন ব্লুমবার্গকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের শত্রুদের বিরুদ্ধে তার হয়ে লড়াই করবেন তার এক সময়ের ঘনিষ্ঠতম এই সহযোগী।
ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন।
গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। হোয়াইট হাউস এখন ডেমোক্র্যাটদের হয়ে গেল সাংবাদিক গ্রাব্রিয়েল শেরম্যানের কাছে ব্রেইটবার্টের এক সূত্র এমন মন্তব্য করেছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে ব্যাননকে অপসারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর শুক্রবার হোয়াইট হাউজের মুখ্য কৌশল প্রণেতার পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দেওয়ার খবরটি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারা হুক্যাবি স্যান্ডার্স।
তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবারই হোয়াইট হাউজে ব্যাননের শেষ কর্মদিবস ছিল।