শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের লিভারপুলের মারসিসাইড থেকে ৫ শত ৩০ হাজার পাউন্ড ও ১২ কেজি পরিমান হেরোইন উদ্ধার করেছে ব্রিটিশ টেরোরিজম পুলিশ। এসবের সাথে জড়িত থাকার সন্দেহে ৫২ ও ৫৬ বছর বয়সী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
লিভারপুল টেরোরিজম পুলিশ শুক্রবার এক অভিযানে স্থানীয় সেন্ট হেলেন্সের থাটো হিথ থেকে ১২ কেজি হেরোইন যার মূল্য প্রায় ১.২ মিলিয়ন পাউন্ড এবং ৫ শত হাজার পাউন্ড নগদ টাকা উদ্ধার করে। পরে হাইটন এলাকার একটি গাড়ী থেকে আরো ৩০ হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশ।