মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৭

ব্রিটেনে ব্রেক্সিট: যুক্তরাষ্ট্রে ক্যালেক্সিট

ব্রিটেনে ব্রেক্সিট: যুক্তরাষ্ট্রে ক্যালেক্সিট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়া রাষ্ট্র গঠনের নতুন আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রেক্সিটের অনুকরণে ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার দাবিতে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ক্যালেক্সিট।

হুদিন থেকে মেক্সিকো সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্বাধীনতার দাবি দানা বাঁধতে শুরু করে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ৫৫ ইলেক্টোরাল কলেজবিশিষ্ট এই অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির কাছে পরাজিত হন। ফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়।

ওয়াশিংটন প্রোস্ট ফেব্রুয়ারিতে খবর দেয়, এর পর থেকে তারা নানা ধরনের বৈঠক, আলোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়ার আন্দোলন জোরদার করে তুলছেন।

এবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চরম রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার একটি সংগঠন ক্যালেক্সিট এর উদ্যোগ নিয়েছে। নতুন উদ্যোগের নেপথ্যের মানুষরা নিজেদের ক্যালিফোর্নিয়া কনস্টিটিউশনাল ইনিশিয়েটিভ টিম হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে।

গত বৃহস্পতিবার সংগঠনটির আনা প্র্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে ক্যালিফোর্নিয়ার বর্তমান যে সম্পর্ক তাতে ক্যালিফোর্নিয়াসহ অন্য অঙ্গরাজ্যগুলোকে নিজেদের ভবিষ্যৎ গড়ার অধিকার দেয় না তাই এর সংশোধনী আনতে হবে।

গ্রুপটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন সনদের সাংবিধানিক সংশোধনী আনার জন্য সাংবিধানিক সভার আবেদন জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024