রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৮

এবার বাংলায় গান গাইবেন আতিফ আসলাম

এবার বাংলায় গান গাইবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: আতিফ আসলামের ফ্যান ফলোয়ারদের কথা আমরা সবাই জানি। পাকিস্তানি গায়ক হওয়া সত্ত্বেও এ দেশে তার ফ্যান ফলোয়ার নেহাত কম নয়। গানের গলার পাশাপাশি তাঁর লুকসেও ফিদা অনেকেই। শোনা যাচ্ছে এবার নাকি বাংলা ছবিতেও গান গাইবেন আতিফ।

আপকামিং বাংলা ছবি ককপিটে গান গাইবেন আতিফ। গানের নাম মিঠে আলো। এটি একটি রোম্যান্টিক গান। মাত্র দু’দিন আগে গানের টিজ়ার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরই টিজ়ারের ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ।

তবে সম্পূর্ণ অন্য একটা ভাষায় গান গাওয়া আতিফের পক্ষে খুব একটা সহজ ছিল না। বলেন, কোনও বিদেশি ভাষায় গান গাওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। উচ্চারণের দিকে বেশি করে গুরুত্ব দিতে হয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জটি আমার বেশ ভালো লেগেছে।

তিনি আরও বলেন, তবে গাওয়ার সময় গানের সাবজেক্টের উপর যথেষ্ট নজর দিতে হয়েছে আমাকে। এর জন্য মিউজ়িক ডিরেক্টরও আমাকে সাহায্য করেছেন।

তবে কবে এই গান প্রকাশিত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আর সব থেকে বড় বিষয় হিন্দির পাশাপাশি বাংলাতে গান গেয়ে আদৌ দর্শকদের মন তিনি জয় করতে পারেন কি না সেটাই এখন দেখার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024