মকিস মনসুর: বিপুল সংখ্যক প্রবাসীর উপস্হিতিতে ১৯ আগষ্ট কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের সভাপতি জনাব জুনেদ এ খানের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আহমেদ জিলুর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডক্টর শওকত খান, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডক্টর তামিম আহমেদ, ডক্টর গোলাম চৌধুরী, ময়নুল হক চৌধুরী হেলাল, আরিফুর রহমান , মোহাম্মদ রহমান অপু, এবং আতাউর রহমান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওত করেন আওয়ামীলীগ নেতা জনাব মোহাম্মদ ইদ্রিস, আর ও বক্তব্য রাখেন স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল জায়গীরদার খোকন, দোয়া পরিচালনা করেন স্টেট আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহম্মদ সামুন হক।