যুক্তরাজ্য আওয়ামীলীগ নিউপোর্ট শাখার আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
গত ১৭ আগস্ট ২০১৭ রাত ১২:৩০ ঘটিকায় নিউপোর্টের লিরাজেএক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিউপোর্ট আওয়ামীলীগ এর সভাপতি শেখ মোঃ তাহির উল্লাহ্র সভাপতিত্বে এবং নিউপোর্ট আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর আহমদ, ওয়েলস আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুল মালিক, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাজেদুল ইসলাম নুনু, প্রচার সম্পাদক হারুন উর রশিদ, সম্পাদক সিহাব উদ্দিন তফাদার, নিউপোর্ট প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খাঁন, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সম্পাদক আনহার মিয়া, যুগ্ন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ শফিক উদ্দিন সহ কার্ডিফ ও নিউপোর্ট, আওয়ামীলীগ ও যুবলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। পরবর্তীতে একই শক্তি ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করার অশুভ চেষ্টা চালিয়েছিল। সেই নারকীয় হামলার নাটের গুরু ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে খুনি চক্রকে চিরতরে উৎখাত করা সহ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় অবিলম্বে কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি তারা আহ্বান জানান।
– প্রেরিত সংবাদ