রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৬

মক্কা-মদিনায় অবস্থানের সময় যা মেনে চলা প্রয়োজন

মক্কা-মদিনায় অবস্থানের সময় যা মেনে চলা প্রয়োজন

ইসলাম থেকে ডেস্ক: আগামী ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হচ্ছে। রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স-এ দুটি সংস্থা হজযাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে।

হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হওয়ার কথা। সারা বিশ্ব থেকে মুসলমানগণ পবিত্র হজ পালনে মক্কা এবং মদিনায় একত্রিত হয়। হজের দিনগুলোতে মক্কা-মদিনায় ব্যাপক ভিড় থাকে। সেখানে সারা বিশ্বের মানুষগুলো ছোট ছোট কাফেলায় বিভক্ত হয়ে হজ সম্পন্ন করে থাকে।

তাদের নিরাপত্তার জন্য সৌদি হজ কর্তৃপক্ষ এবং প্রত্যেক হাজির দেশ ও হজ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। যা মেনে চলা প্রত্যেক হাজির একান্ত প্রয়োজন। মক্কা এবং মদিনায় অবস্থানকালীন সময়ে প্রত্যেক হাজি যে কাজগুলোর প্রতি যত্নবান হবেন তা তুলে ধরা হলো-

১. কোনো ভাবেই লিখিত অনুমতি ছাড়া কোনো হজযাত্রী তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করবে না। অনুমতি ছাড়া কাফেলার বাহিরে তাদের থাকার নিয়ম নেই।

২. হজ যাত্রীই তাদের থাকার নির্ধারিত হোটেল বা বাড়িতে রান্না এবং কাপড় ইস্ত্রি করবে না।

৩. মক্কা অথবা মদিনায় পৌঁছার পর মোয়াল্লেম অফিস থেকে সরবরাহকৃত কার্ড সবসময় নিজেদের সঙ্গে রাখতে হবে। কারণ ওই কার্ডেই মোয়াল্লেম অফিসের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকে।

৪. হজ আফিস থেকে সরবরাহ করা বাংলাদেশের পতাকাখচিত ছবিসহ আইডি কার্ড, হাতে লাগানোর কব্জি বেল্ট সবসময় সঙ্গে রাখতে হবে।

৫. যদি কোনো হজযাত্রী নির্ধারিত হোটেল/বাড়ি/তাবু থেকে হারিয়ে যায় তবে এ কার্ডই তাকে বাংলাদেশ হজ অফিসে পৌঁছাতে সহায়তা করবে।

৬. হোটেল/বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় একা একা না যাওয়াই উত্তম। সব সময় দলবদ্ধভাবে চলাফেরা করার চেষ্টা করা।

৭. বাইতুল্লায় তাওয়াফ, সাফা-মারওয়ায় সাঈ এবং শয়তানেক পাথর মারার সময় প্রয়োজন অতিরিক্ত মাল-সামানা ও টাকা সঙ্গে না নেয়া।

৮. হজের সফরে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।

৯. খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকা। কারণ এতে পায়ে ফোসকা পরতে পারে।

১০. রোদে ছাতা ব্যবহার, প্রচুর পানি ও ফলের রস পান করুন।

১১. ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা-আবর্জনা না ফেলা।ফেলবেন না।

১২. শারীরিক অসুস্থতা অনুভব করলে বাংলাদেশ হজ অফিসের পরিচালিত ক্লিনিকে দ্রুত যোগাযোগ করা। কারণ সেখানে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োজিত থাকবে।

সুতরাং মক্কা এবং মদিনায় অবস্থানকালীন সময়ে কোনোভাবেই উল্লেখিত জিনিসগুলো ছাড়া বাইরে যাওয়া-আসা বা অবস্থান করা ঠিক নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024