শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে বাকিংহ্যাম প্যালেসের সামনে দুই পুলিশ কর্মকর্তার ওপরে হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এক টুইটে একথা নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতের এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তারা খুব বেশি আহত হননি এবং তাদের হাসপাতালে যাওয়ার দরকার হয়নি।
এক বিবৃতিতে পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কর্মকর্তারা বাকিংহাম প্রাসাদের বাইরে ছুরিধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের সময় দুই পুলিশ কর্মকর্তা বাহুতে সামান্য আঘাত পেয়েছেন। তবে সেসময় রানী প্রাসাদে অবস্থান করছিলেন না।