মোস্তাক আহমেদ: বিশ্বব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের (সিবিএসপি) আওতায় দীর্ঘ জটিলতার পর গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ন্যাশনাল পেমেন্ট সুইচ সাভিস বাংলাদেশ (এনপিএসবি)। ইলেকট্রনিক এ পেমেন্ট গেটওয়ে চালুর ফলে এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি একই সাথে পাওয়া যাবে। একই প্লাটফমের আওতাভুক্ত এনপিএসবির ফলে অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়াই যেকোনো ব্যাংকের এটিএম কার্ড অন্য ব্যাংকের বুথে ব্যবহার করে টাকা তোলা যাবে। দেশে পেমেন্ট গেটওয়ে না থাকায় দেশে ইন্টারনেটে কেনাকাটার ক্ষেত্রে ছিল সীমাবদ্ধতা। যা অবশেষে সমাধান হয়েছে।
এ ছাড়াও মোবাইল ব্যাংকিং, খুচরা কেনাকাটার পয়েন্ট অব সেলস (পিওএস) কার্যক্রমসহ ইন্টারনেট লেনদেনের বিষয়গুলো সহজতর হয়ে গেল। এর ফলে একটি মাত্র সুইচের মাধ্যমে সব ব্যাংকের লেনদেন সম্পন্ন করা যাবে।যে কেউ যেকোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং করা যাবে অন্য ব্যাংকে। কোনো ধরনের আন্তর্জাতিক পেমেন্টে গেটওয়ে ছাড়াই ভিসা ও মাস্টার কার্ড দিয়ে কেনাকাটা করা যাবে দেশের মধ্যেই।যা বর্তমানে প্রাথমিকভাবে পূবালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক গুলোতে এই সেবা পাওয়া যাবে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে শিগগিরই এনপিএসবি চালু করতে হবে বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এ পদ্ধতি সব আর্থিক লেনদেনের ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে দেশের ই-কমার্সকে আরও নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এনপিএসবি চালুর ফলে ৪৭টি ব্যাংকের উদ্যোগে স্থাপিত প্রায় তিন হাজার এটিএম বুথ এবং আড়াই হাজার পিওএস, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের জন্য একটি প্ল্যাটফর্মে চলে এসেছে।এর ফলে এসব মাধ্যমের ব্যাংকিং লেনদেনকে প্রযুক্তিনির্ভরভাবে সমাধান করার পাশাপাশি সব লেনদেন নিরাপদ ও দ্রুত হবে।
Leave a Reply