শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে একটি গবেষণা প্রতিষ্ঠান এর হিসেব মতে, ব্রিটেনে প্রায় মিলিয়ন অভিজ্ঞ ইউরোপিয়ান কর্মী ব্রেক্সিটের পর ব্রিটেন ত্যাগ করার পরিকল্পনা করছেন।
গবেষণা প্রতিষ্ঠান বলছেন ব্রিটেনে ১ মিলিয়ন ইউরোপিয়ান নাগরিক কর্মরত রয়েছেন, তাদের একটি বিশাল অংশ হাইলি কোয়ালিফাইড। বেক্সিট পরবর্তীতে তারা কেউ কেউ থাকার চিন্তা করছে আবারো অনেকেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক এই সার্ভে প্রতিষ্ঠান ২০০০ হাজার ইইউ নাগরিক যারা ইউকে কাজ করছেন এবং ইইউ’র দশটি দেশের ১০০০ হাজার মানুষের মধ্যে জরিপ চালিয়েছে। তাদের মধ্যে দেখা গেছে ৫০ ভাগ মানুষ ইইউ‘র রেফারেন্ডামকে স্বাগত জানায় নি।
গবেষণা প্রতিষ্ঠানের হেড কারণ ব্রিগইস বলেছেন আমাদের সার্ভে হাইলাইট করেছে ব্রেক্সিট কিভাবে ইইউ নাগরিক কর্মীদের উপর প্রভাব পড়বে। যদিও অর্ধের বেশি ইইউ নাগরিক কর্মী ব্রিটেনেই থাকার চিন্তা করছে।
একই গবেষণায় দেখা গেছে, পিএইচডি ডিগ্রিধারীদের মধ্যে ৫৫ শতাংশ এবং স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ৪৯ শতাংশই ব্রিটেন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বা বিবেচনা করছেন।