শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এবার ম্যানচেস্টারের একটি কারাগারে বন্দিদের বিবস্ত্র করে গলায় রশি বেধে কুকুরের মতো অভিনয় করতে বাধ্য করার অভিযোগ পাওয়া যায়। কারারক্ষীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি করা গোপন ক্যামেরায় ধারণকৃত বন্দি নির্যাতনের এমন দৃশ্য রিপোর্ট প্রকাশের পর চাঞ্চল্য সৃস্টি হয়েছে পুরো ব্রিটেন জুড়ে যা ম্যানচেস্টারের ফরেস্ট ব্যাংক কারাগারে সম্প্রতি এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরেস্ট ব্যাংক কারাগারটি একটি বি- ক্যাটাগরির জেলখানা। যেখানে প্রায় ১৫শ’ বন্দি রয়েছেন। বেসরকারি সংস্থা সোডেক্সো এটি পরিচালনা করে থাকে।
ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, দুই বন্দিকে সম্পূর্ণ বিবস্ত্র করে তাদের বানরের মুখোশ পরানো হয়েছে। এরপর তাদের কুকুরের মতো করে হাটানো হচ্ছে এবং একে অপরকে আক্রমণ করতে ও কামড়াতে বাধ্য করা হচ্ছে। কারারক্ষীরা ওই দুই বন্দিকে কুকুরের মতো শব্দ করে উচ্চস্বরে ডাকতেও বাধ্য করান।
ব্রিটেনের মেইনস্ট্রিম পত্রিকার একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারটিতে প্রতিদিনই এমন ঘটনা ঘটে।