জনপ্রিয় বিখ্যাত পপতারকা শাকিরা ২২ জানুয়ারি বার্সেলোনার টেকনন ক্লিনিকে তার প্রথম সন্তান মিলানের মা হয়েছেন। ৩৫ বছর বয়সি শাকিরার ও তার নবজাতক ছেলে ভালে আছেন বলে জানিয়েছেন তার ডাক্তাররা। জন্মের পর নবজাতককে এখনো সবার সামনে না নিয়ে এলেও ছেলের পুরো নাম ‘মিলান পিকে মেবারাক’ জানিয়ে মিডিয়ার উদ্দেশে জানানো হয়।
শাকিরার প্রেমিক জেরার্ড পিক দারুন খুশি। আর এ খুশির জোয়ার জেরার্ডর পরিবারেও বইছে। মিডিয়ার কাছে অনুভুতি প্রকাশ করে নবজাতকের দাদা বলেন, ‘আমি শিশুটিকে এখন দেখতে যেতে পারিনি, শুনেছি তার চুল স্বাবাবিক কালো এবং ওজন হয়েছে ১১ পাউন্ড।’
Leave a Reply