শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৬

টেকনাফে আরো ১৬ রোহিঙ্গার লাশ

টেকনাফে আরো ১৬ রোহিঙ্গার লাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টেকনাফের নাফ নদী থেকে আরো ১৬ রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের গোদামপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করে বিজিবি ও পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, শুক্রবার সকালে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। এরমধ্যে ১ জনকে শাহপরীর দ্বীপে থেকে উদ্ধার করা হয়েছে। বিজিবি’র মাধ্যমে খবর পেয়ে টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল সেখানে গিয়ে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার শাহপরীর দ্বীপ থেকে ২৩ নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে মোট ৩৯ জন রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার করা হলো।

উল্লেখ্য, ২৪শে আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে কয়েক শ রোহিঙ্গা মারা গেছেন। জাতিসংঘের তথ্যমতে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে আনুমানিক ৩৮ হাজার রোহিঙ্গা। এছাড়া, প্রতিদিনিই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024