শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫২

বেড এন্ড ব্রেকফাস্টে থাকা পরিবারের সময়সীমা কমিয়ে এনেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

বেড এন্ড ব্রেকফাস্টে থাকা পরিবারের সময়সীমা কমিয়ে এনেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলে বাড়ীর জন্য আবেদনকারী ২০১৫ সালে ৬ সপ্তাহের বেশী বেড এন্ড ব্রেকফাস্টে অবস্থানকারী পরিবারের সংখ্যা ছিলো ১৭৪ যা ২০১৬ সালে তা কমে গিয়ে দাঁড়ায় ২২ এ এবং সর্বশেষ ২০১৭ সালে এই সংখ্যা নেমে শূণ্যতে চলে আসে।

২০১৫ সালে জন বিগসের মেয়র হিসাবে দায়িত্বগ্রহণকালে এক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস ছিলো সারা দেশের মধ্যে সবচাইতে বাজে অবস্থানে। বর্তমান কেবিনেটের দাবী অনুযায়ী, চলতি বছর বাড়ীর জন্য আবেদনকারী কোন পরিবারকে ৬ সপ্তাহের বেশী বেড এন্ড ব্রেকফাস্ট আবাসনে থাকতে হয়নি।

নির্বাহী মেয়র জন বিগস এক বিবৃতিতে বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি অন্যায় এবং অন্যায্য অবস্থান থেকে মুক্তি পাওয়ায় আমি আনন্দিত। আমি দায়িত্বগ্রহনকালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সারাদেশের মধ্যে একটি লজ্জাজনক অবস্থানে ছিলো। সাম্প্রতিক পরিসংখ্যান এক্ষেত্রে আমাদের অগ্রগতি প্রমান করলো।

উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী কোন পরিবারকে ৬ সপ্তাহের বেশী বেড এন্ড ব্রেকফাস্টে না রাখার বিধিবিধান রয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই কাজটি করতে ব্যর্থ হওয়ায় আগের প্রশাসনের আমলে সমালোচিত হচ্ছিল।

২০১৭ সালে এসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কেন্দ্রীয় সরকারের এই আইনের আওতায় আসলো। সামগ্রিকভাবে ২০১৫ সালে বেড এন্ড ব্রেকফাস্টে টাওয়ার হ্যামলেটসের মোট ২৫৯টি পরিবার ছিলো। ২০১৭ সালে এখন পর্যন্ত মাত্র ৩টি পরিবারকে বেড এন্ড ব্রেকফাস্টের মতো অস্থায়ী আবাসনে রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024