শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৬

ট্রাম্পকে ওবামার তিন পরামর্শ

ট্রাম্পকে ওবামার তিন পরামর্শ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় তাকে একটি চিঠি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই চিঠিতে ট্রাম্পকে আইনের শাসন বজায় রাখা ও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

সাত মাস আগের সেই চিঠিতে কী আছে এতোদিন অজানা থাকলেও রবিবার ৩ সেপ্টেম্বর তা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউস ছাড়ার সময় ওভাল অফিসে চিঠিটি রেখে যান ওবামা। ওই চিঠিতে ট্রাম্পকে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি।

চিঠিতে ওবামা লিখেছেন: ভিন্ন ভিন্ন পথে আমরা দুজনই ভাগ্যবান। সবাই এতোটা ভাগ্যবান হয় না। যেসব শিশু ও পরিবার কঠোর পরিশ্রম করতে চায় তাদের সবার জন্য সাফল্যের মই গড়ে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমাদেরকে করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ওবামা ট্রাম্পকে বলেন, এই বিশ্বে আমেরিকান নেতৃত্ব অপরিহার্য। কর্মকাণ্ড ও দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই ক্রমকে টিকিয়ে রাখা আমাদের ওপর নির্ভর করছে। স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে প্রসারিত হয়েছে এবং এই ক্রমের ওপরই আমাদের সম্পদ ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করছে।

তৃতীয়ত, ওবামা তার উত্তরসূরীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন আইনের শাসন, ক্ষমতা বিচ্যুতি, সম-সুরক্ষার অধিকার এবং নাগরিক স্বাধীনতার মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ঐতিহ্যগুলোর সুরক্ষা দেন।

ওবামা বলেন, দৈনন্দিন রাজনীতিতে টানাপোড়েনের পরও গণতন্ত্রের এই হাতিয়ারগুলোকে আমরা যেমন দৃঢ় পেয়েছিলাম তেমনটা রাখা আমাদের ওপরই নির্ভর করছে।

গার্ডিয়ান জানায়, গত জানুয়ারিতে চিঠিটি হাতে পাওয়ার পর একে সুন্দর বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

বলেছিলেন, তিনি এটিকে যত্নে আগলে রাখবেন। সঙ্গে এও বলেছিলেন যে চিঠিতে কী লেখা আছে তা প্রেসকেও জানানো হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024