বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৫

সাহসী ভূমিকা নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা

সাহসী ভূমিকা নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কমব্যাট রোল বা যুদ্ধের ভূমিকা নিয়ে মাঠে নামলেন ভারতের নারী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

তিনিই প্রথম নন, তার আগে প্রথম এ পদে নারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একজনই। তিনি হলেন ইন্দিরা গান্ধী। রোববার দ্বিতীয় নারী হিসেবে এ দায়িত্ব নিলেন নির্মলা। তবে বিশ্বে খুব কম দেশেই এমন গুরুত্বপূর্ণ পদে নারী রয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রীর বড় দায়িত্ব হলো দেশকে বহির্শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বন্ধুর নয়। চীনের সঙ্গেও একই অবস্থা। এ দুটি দেশের সঙ্গে মাঝে মাঝেই ভারতের যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

এমন অবস্থায় কতটা মাথা ঠা-া রেখে এগুতে পারবেন নির্মলা তা এখন দেখার বিষয়। রোববার তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, আমি দায়িত্ব নেয়ার পর সম্মুখ যুদ্ধের ময়দানে যেসব ঘটনা ঘটেছে অবশ্যই সে বিষয়গুলো যাচাই করে দেখবো।

আমি খোলা মনের মানুষ। ভারতীয় সেনাবাহিনীতে নারীদের জন্য বাছাই কয়েকটি খাত রয়েছে। সেসব পদে নারীরা দায়িত্ব পালন করতে পারেন। এর মধ্যে রয়েছে মেডিকেল, আইনী সহায়তা, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখা।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাউত জুনেই নিশ্চয়তা দিয়েছিলেন। তিনি বলেছেন, কমব্যাট পজিশনে নারীদের নেয়ার ব্যাপারে প্রস্তুত সেনাবাহিনী।

তাদেরকে মিলিটারি পুলিশ হিসেবে নেয়া শুরু হবে। গত বছর ভারতের বিমান বাহিনীতে তিনজন নারীকে ফাইটার পাইলট হিসেবে নিয়োগ দিয়েছে।

এ বিষয়ের দিকে ইঙ্গিত করে জেনারেল রাউত বলেছেন, এরই মধ্যে আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি।

এখন পর্যন্ত শুধু জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, বৃটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও ইসরাইলে কমব্যাট ভূমিকা রাখার জন্য নারীদের অনুমোদন আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024