অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের বন্যা ভয়াবহ আকার ধারন করেছে।সুত্র মতে জানা যায়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় অসওয়াল্ডের প্রভাবে ভারী বর্ষণে এ বন্যা দেখা দেয়।এরই মধ্যে বুন্ডাবার্গ শহরের উত্তরাঞ্চলের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় কমপক্ষে অনেক মানুষজন বাড়ির ছাদে আটকা পড়েছে। অনেকে বাড়ি ছেড়ে যেতে পারেন নি। তারা পানি বন্দী অবস্থায় রয়েছেন। এদের হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁদের উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পানিতে তলিয়ে গেছে কয়েক শত বাড়ি-ঘর ও দামী দামী গাড়ী। কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনে কমপক্ষে পাঁচ হাজার ঘরবাড়ি ও সম্পদ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকির মুখে রয়েছে। কুইন্সল্যান্ড ছাড়াও দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যেও বন্যা দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পযর্ন্ত সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
বুন্ডাবার্গ শহরের মেয়র ফোরম্যান জানান, এ বছরের বন্যা ২০১১ সালের বন্যার চেয়েও বেশি ভয়ানক বন্যা হবে।
উল্লেখ্য, দুই বছর আগে কুইন্সল্যান্ডে বন্যায় ৩৫ জন মানুষের প্রাণহানি ঘটে। বন্যায় কুইন্সল্যান্ড রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় বুন্ডাবার্গ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সুত্র: বিবিসি
Leave a Reply