বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:০৯

বোমার আঘাতে উত্তর কোরিয়ায় ধেবে গেছে আস্ত পর্বত

বোমার আঘাতে উত্তর কোরিয়ায় ধেবে গেছে আস্ত পর্বত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়। ভূগর্ভে করা ওই পরীক্ষার জেরে ধেবে গিয়েছে দেশটির আস্ত একটা পর্বত।

মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা এয়ারবাসের পাঠানো টেরাসার-এক্স উপগ্রহের পাঠানো ছবির বরাত দিয়ে এমন তথ্য দাবি করা হয়েছে। পিয়ংইয়ং থেকে বেশ কিছুটা দূরে পাঙ্গি-রি এলাকায় ৮৫ একর জায়গা জুড়ে থাকা মাউন্ট মান্তাপের তলায় কাটা সুড়ঙ্গে গত ৩ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া।

ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের ইস্ট এশিয়া প্রোগ্রামের প্রধান জেফ্রি লুইস বলেছেন, উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে, ২ হাজার ২০৫ মিটার উচ্চতার ওই মাউন্ট মান্তাপের ৮৫ একর এলাকা অনেকটাই ধেবে গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, ওই হাইড্রোজেন বোমাটির ক্ষমতা ছিল প্রায় ১০০ কিলোটন। উপগ্রহের পাঠানো ছবি পরীক্ষা করে এ বার তারা বলছেন, ওই হাইড্রোজেন বোমার ক্ষমতা ২৫০ কিলোটনও হতে পারে। তার মানে, হিরোশিমায় যে বোমাটি পড়েছিল, তার অন্তত ১৭ গুণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024