শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের গ্লোসটারশায়ার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর শনিবার এম ফাইভ মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সারিবদ্ধভাবে চলার সময়ে একটি লরিসহ কয়েকটি যানবহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকায় ছয় মাইল দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চালকদের ওই সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কার্ডিওলজিস্ট ড. আমির হামেদ বলেন, একটি লরি এবং অন্তত দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এরমধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরেকটি উল্টে গেছে।
তবে এ সময় ওই সড়কে থাকা লোকজন নিজেদের সাধ্যমতো পরস্পরকে সহায়তা করেছেন। অনেকে আমাদের পানি পান করতে দেন। একজন খাবার দিতে এগিয়ে আসেন।