মোবাইল বিক্রেতা হিসাবে বিশ্বসেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে স্যামসাং। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নামের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের এক বিশ্লেষক নেইল শাহ জানান, মূলত গ্যালাক্সি স্মার্টফোনের মাধ্যমেই স্যামসাং আজ সেলফোন জগতের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সাম্প্রতিক এক বাজার গবেষণায় দেখা গেছে, গত বছর বিক্রি হওয়া চারটি হ্যান্ডসেটের মধ্যে একটি ছিল স্যামসাংয়ের।অবশ্য ইতিমধ্যে তাদের ২০ ভাগ সেলফোন বিক্রি বেড়েছে বলে দাবী স্যামসাং এর। এ সময়ে তারা ৩৯ কোটি ৬৫ লাখ হ্যান্ডসেট বাজারজাত করেছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে একই সময়ে অ্যাপলের বাজারে ছাড়া হ্যান্ডসেটের সংখ্যা ১৩ কোটি ৫৮ লাখ। তবে নকিয়ার বাজার হারানোর ধারা অব্যাহত রয়েছে। ৩৩ কোটি ৫৬ লাখ ডিভাইস বিক্রি হওয়ায় তাদের প্রবৃদ্ধি ২০ ভাগ কমেছে।
Leave a Reply