দেশের বাইরে লন্ডন প্রবাসী ফুটবল খেলোয়াড় দলের সাথে লন্ডনে খেলার জন্য বাংলাদেশের ফুটবল দল সোনালী অতীত ঢাকা এখন লন্ডনে. বাংলাদেশের প্রবীণ ফুটবল খেলোয়াড় নিয়ে গঠিত সোনালী অতীত ঢাকা এবং সোনালী অতীত ইউ কে. বাংলাদেশ দলের প্রেসিডেন্ট খুরশেদ আলম বাবুল, সেক্রেটারি সত্যজিৎ দাস রুপু, টীম লিডার হাসানুজ্জামান খান বাবলু এবং হেড কোচ মোশারফ বাদলের নেতৃতে ২৫ জন খেলোয়াড় ইতিমধ্যে লন্ডন এসে পৌঁছেছেন।
তাদের স্বাগত জানান সোনালী অতীত ইউ কের প্রেসিডেন্ট জামাল উদ্দিন ও কমিটির অন্যান নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাত আট ঘটিকায় ওয়েস্টলন্ডনের সাউথলে লন্ডন টাইগারের সাথে লড়বে সোনালী অতীত ঢাকা, আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইলান্ড স্টেডিয়াম খেলা হবে সোনালী অতীত ইউ কে সাথে এবং ২৪ সেপ্টেম্বর রোববারে খেলা হবে বার্মিংহাম শাখার সাথে। খেলার সকল আয়োজন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এখন শুধু লড়াই দেখার অপেক্ষায় আছেন লন্ডন প্রবাসী ফুটবল প্রেমিকরা। ফুটবল খেলা উপভোগ করার জন্য সোনালী অতীত ইউ কের পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে।
– প্রেরিত সংবাদ