বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩০

ভিডিও কলিং অ্যাপসগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

ভিডিও কলিং অ্যাপসগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০১৩ সালে সৌদি আরব অডিও/ভিডিও কল, মেসেজিং করা যায় এমন সব অ্যাপসগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

বন্ধ করে দিয়েছিল স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মত অন্যান্য সব অ্যাপসগুলোও। অবশেষে অ্যাপসগুলোর উপর থেকে থেকে সৌদি আরব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলো।

গতকাল(২০শে সেপ্টেম্বর) যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেটের সেবাগুলো আবারও সবার জন্য খুলে দেয়ার সিদ্ধান্তটি গুরুত্বর্পূণ একটি পদক্ষেপ।

তবে নিষিদ্ধ ও পর্ণগ্রাফির সাথে যুক্ত এমন সাইটগুলোর উপর তাদের কড়া নজরদারি থাকবে আগের মতই। তথ্যপ্রযুক্তিতে তাদের আরও যুক্ত হওয়াটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে আগস্টে জেইন-আল-আবেদিন-তৌফিক নামের একজন সৌদি ডেভেলোপার ‘ সারাহাহ’ অ্যাপ তৈরি করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন। যদিও অ্যাপটির বিরুদ্ধে অন্যদের গোপনীয়ত’ নষ্ট করছে এমন অভিযোগ তুলেছিলেন অনেকেই।

তবে এই অ্যাপটি গুগল ও অ্যাপল স্টোরে সেরা অ্যাপ ডাউনলোডের শীর্ষে চলে আসে কয়েকদিনের মধ্যেই। অর্থনীতির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সৌদি আরবের ইন্টারনেট ব্যবসার দিকে নজর দেয়া উচিৎ বলেও মনে করছেন বিশ্লেষকগণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024