শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চলতি সপ্তাহ থেকে কোম্পানির সাইজ বুঝে মিনিক্যাব কোম্পানিগুলোর লাইসেন্স ফি নির্ধারনের নতুন নিয়মের ঘোষণা দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।
লন্ডনে অব্যাহতভাবে মিনিক্যাব ড্রাইভারের সংখ্যা বৃদ্ধির ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিএফএলের ট্যাক্সি এবং প্রাইভেট হায়ার শাখার ম্যানেজার হেলেন চ্যাপমেন। প্রাইভেট ক্যাবের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কোম্পানির সাইজ বুঝে ফি বৃদ্ধির পরিকল্পনা গ্রহন করেছে টিএফএল।
এদিকে চলতি মাসের শেষে উবারকে আগামি ৫ বছরের জন্যে লন্ডনের লাইসেন্স নবায়ন করতে হবে। উবার লন্ডনে প্রায় ৪০ হাজারের বেশি গাড়ি অপারেট করে। সে হিসেবে টিএফএলের নতুন ঘোষণা অনুযায়ী উবারকে লাইসেন্স ফি বাবদ প্রায় ৩ মিলিয়ন পরিশোধ করতে হবে। যদিও এ ব্যাপারে উবার এখনো কোন মন্তব্য করেনি।
চলতি সপ্তাহ থেকে কোম্পানির সাইজ বুঝে মিনিক্যাব কোম্পানিগুলোর লাইসেন্স ফি নির্ধারনের নতুন নিয়মের ঘোষণা দেয় ট্রান্সপোর্ট ফর লন্ডন। প্রাইভেট ক্যাবের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কোম্পানির সাইজ বুঝে ফি বৃদ্ধির পরিকল্পনা গ্রহন করেছে টিএফএল। যে হারে লন্ডনে মিনিক্যাব ড্রাইভারের সংখ্যা বাড়ছে তাতে আগামি ৫ বছরের ভেতরে টিএফএলের ব্যয় বেড়ে প্রায় ৩০ মিলিয়নে গিয়ে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। যা পূর্বের ধারনার চাইতে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড বেশি।
টিএফএল জানিয়েছে, ২০১৩-১৪ সালে লন্ডনের রাস্তায় ৬৫ হাজার মিনিক্যাব ছিল। তা বেড়ে বর্তমানে ১ লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে। সে হিসেবে আগামি ৫ বছরের ভেতরে লন্ডনে উবারের লাইসেন্স ফি ৩শ হাজার পাউন্ড থেকে বেড়ে প্রায় ৩ মিলিয়ন পাউন্ডে গিয়ে পৌঁছাবে।