বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৫

মা হচ্ছেন উর্মিলা

মা হচ্ছেন উর্মিলা

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের আলোচিত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার। খোলামেলা উপস্থিতির মাধ্যমে কোটি তরুণের হৃদয়ে কাঁপন তুলেছিলেন তিনি। সেক্সসিম্বল ইমেজ থেকে পরে সিরিয়াস উর্মিলাকেও দেখা গেছে পর্দায়।

এই দুই ক্ষেত্রেই দারুণভাবে সফল ছিলেন উর্মিলা। তবে গত কয়েক বছর ধরেই পর্দায় তেমন একটা নেই এ অভিনেত্রী।

সর্বশেষ ‘কর্জ’ ছবিতে ২০০৮ সালে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। এরপর কয়েকটি ছবিতে তাকে অতিথি চরিত্রে পাওয়া গিয়েছিল।

২০১৬ সালের মার্চে ব্যবসায়ী ও মডেল মহসীন আক্তার মীরকে বিয়ে করেন উর্মিলা। তবে এবার একটি সুখবর দিলেন এ অভিনেত্রী। আর তা হলো তিনি মা হতে চলেছেন।

তবে তিনি এ খবরটি দিয়েছেন একটি ছবির মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে উর্মিলা একটি রোমান্টিক পোজ দিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবিবাম্প। আর সন্তানসম্ভাবা হবার কারণেই বর্তমানে মিডিয়ার সামনেও তিনি তেমন আসছেন না।

উর্মিলার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উর্মিলা এখন সন্তান সম্ভাবা। আর এ কারণে তিনি বেশ আনন্দে আছেন। স্বামী তার দেখভাল করছেন সব সময়। সব মিলিয়ে তারা সংসারে নতুন সদস্যের আগমনের সুন্দর আগ মুহূর্তটা কাটাচ্ছেন একসঙ্গে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024