শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৬

জার্মানিতে সাধারণ নির্বাচন চলছে: নিজের অস্তিস্থ রক্ষায় লড়ছেন অ্যাঙ্গেলা মার্কেল

জার্মানিতে সাধারণ নির্বাচন চলছে: নিজের অস্তিস্থ রক্ষায় লড়ছেন অ্যাঙ্গেলা মার্কেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানীরা নিজ দলের প্রধানকে পচন্দ করতে সাধারণ নির্বাচন চলছে জার্মানীতে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

বিবিসি জানিয়েছে, এ নিয়ে চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে লড়ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটির পার্টির (সিডিইউ) প্রধান মার্কেল; তার দলই গত এক দশকের বেশি সময় ধরে জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাধারণ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রের দিকে ছুটছেন জার্মানরা; যে নির্বাচনকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের জন্য পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

কোনো কোনো জরিপে বলা হচ্ছে- জার্মান পার্লামেন্টে দলটি এবার তৃতীয় সর্বোচ্চ আসনের অধিকারী হবে। এর বাইরে বামপন্থি দি লিঙ্কে, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটস (এফডিপির্) পার্টির সদস্যরা বুন্দেস্টাগে আসন পেতে পারেন।

১৮ বছরের বেশি ছয় কোটি ১৫ লাখ নাগরিক চার বছর পরের এই নির্বাচনে ভোট দিতে পারছেন। সাংবিধানিক আসনে পছন্দের প্রার্থী ঠিক করার পাশাপাশি তারা পছন্দের রাজনৈতিক দলও নির্বাচন করতে পারবেন।

এবারের নির্বাচনে বর্তমান চ্যান্সেলর মের্কেলকে জোট সরকারে তারই শরিক মধ্য-বামপন্থি সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) মার্টিন শুলজের মুখোমুখি হতে হবে।

ইউরোপীয়ান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট শুলজ নির্বাচনী প্রচারে বেশ সমস্যায় পড়েছেন; সরকারের সঙ্গে জোটে থাকায় বর্তমান চ্যান্সেলরের রাজনৈতিক বিরোধিতায় তাকে হিমশিম খেতে দেখা গেছে।

শুলজ-মের্কেল প্রতিদ্বন্দ্বিতা হলেও বিবিসির ধারণা, ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বর্তমান চ্যান্সেলর আবারও স্বপদে ফিরছেন।

২০০৫ সাল থেকে জার্মানি শাসন করা এই নারীকে আন্তর্জাতিকভাবেও স্থায়ীত্বের প্রতীক মনে করা হয়।

ইউরোপজুড়ে অভিবাসী সংকটের সময় জার্মানির দরজা খুলে দেওয়ায় মের্কেল অভ্যন্তরীণভাবে সমালোচনার মুখে পড়লেও পরে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় অন্যান্য নির্বাচনের ফলে মনে হচ্ছে।

এই দুই দলের বাইরে আছে ইসলামবিরোধী হিসেবে খ্যাত ডানপন্থি-জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।

অভিবাসী ইস্যুতে সরকারের অবস্থানের বিরোধিতা করে তুমুল জনপ্রিয়তা পাওয়া দলটি বিভিন্ন আঞ্চলিক সরকারে আসন পেয়েছে; জনপ্রিয়তার কারণে এবার বুন্দেস্টাগেও তারা ভালো করবে বলে ধারণা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024