শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে আলোচনা শুরুর পূর্বে ব্রিটেনকে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখা দিতে বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, ব্রিটেনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়ার পূর্বে আমাদের যুক্তরাজ্যে অবস্থানরত ইউরোপের নাগরিক, ইইউ থেকে বের হওয়ার অর্থনৈতিক বিধি এবং আয়ারল্যান্ডের বিষয়ে স্পষ্ট উত্তর চাই।
ব্রেক্সিটের পর আইরিশ প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত ইইউ-র বহির্সীমানা হবে। এর ফলে শান্তি প্রক্রিয়া ব্যাহত এবং অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এই ইস্যুতে ব্রিটেন এখন পর্যন্ত কোন বাস্তব সমাধান দিতে পারে নি। অন্যদিকে ইইউ দেশগুলিতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের অধিকার নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁদের সুবিচারের আশ্বাস দিলেও তাঁদের অধিকারের প্রশ্নে চূড়ান্ত নিশ্চয়তা দেখা যাচ্ছে না। এছাড়া ২০১৯ সাল পর্যন্ত ও এর পরের দুই বছর পর্যন্ত যুক্তরাজ্য কিভাবে ইইউকে বাজেট পরিশোধ করবে তার সুস্পষ্ট কোন উল্লেখ করা হয় নি।
সম্প্রতি ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার পরও নতুন বাণিজ্য নীতি প্রণয়নের জন্য প্রায় দুই বছর সময় চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। ততদিন ইইউ’র সঙ্গে বর্তমান নীতিতেই বাণিজ্য চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
ম্যাক্রো বলেন, মে’র এই প্রস্তাব ইতিবাচক হলেও এটি অস্পষ্ট। আয়ারল্যান্ড, ব্রেক্সিট বিল এবং ইইউ নাগরিকদের সুরক্ষার মত তিনটি প্রধান বিষয়ের স্পষ্ট সমাধান ব্যতিত ব্রেক্সিট প্রক্রিয়া শুরু এবং ব্রেক্সিট ইস্যুতে কোন চুক্তি হবে না। মে তার বক্তৃতায় ব্রেক্সিট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ইঙ্গিত দিলেও আগে এই তিনটি ইস্যুর সমাধান প্রয়োজন।