শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান সম্পত্তি কত?
এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি তার সম্পত্তির হিসাব প্রকাশ্যে এসেছে। তবে এখন পর্যন্ত ৭৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে মাত্র ১৬ জনের সম্পত্তির হিসাব পাওয়া যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি। এই হিসাব চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। কেন্দ্রের অন্য মন্ত্রীদের ৩১ মার্চের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলা হলেও মাত্র ১৬ জন তাতে সাড়া দিয়েছেন। ওই হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ সালে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ১.৭৩ কোটি। ২০১৪-১৫ সালে ওই সম্পত্তির পরিমাণ ছিল ১.৪১ কোটি।
ওই হিসাব অনুযায়ী, নরেন্দ্র মোদির হাতে রয়েছে ১.৪৯ কোটি টাকা নগদ। ফিক্সড ডিপোজিট রয়েছে ৩৯ লাখ টাকার। তবে তার সেভিংস অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই কমেছে। প্রধানমন্ত্রীর আয়ের হিসাবের একটা গুরুকত্বপূর্ণ দিক হল তিনি তার বই থেকে পাওয়া রয়্যালটি নেন না।
সম্পত্তির হিসাব থেকে জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিরও। অর্থমন্ত্রী অরুণ জেটলি আগেই তার সম্পত্তির হিসাব দিয়েছিলেন। দেখা যাচ্ছে, অধিকাংশ মন্ত্রীই বিপুল টাকার গহনা কিনে রেখেছেন। অরুণ জেটলি ও তার স্ত্রীর হাতে রয়েছে প্রায় দেড় কোটি টাকার গহনা। সুষমা স্বরাজের কাছে রয়েছে ২৭ লাখ ও নীতিন গাদকারির হাতে রয়েছে ৫২ লাখ টাকার গহনা।