শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপল এলাকার কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী সেকেন্ডারী স্কুলের দু‘দিনব্যাপী বিজনেস এন্ড এন্টারপ্রাইজ কনফারেন্স অনুষ্ঠিত।
স্কুলের আমন্ত্রনে এই দু‘দিনের কনফারেন্সে যোগ দেন ব্রিটেনের অন্যতম সেরা ব্যাংকিং জায়েন্ট বার্কলেইস ব্যাংকের পেশাধার কর্মকর্তা ও ট্রেইনাররা। তারা এ সময় স্কুলের ইয়ার টেন-এর শিক্ষাথীদের ব্যাংকিং বিষয়ে নানা দিকনির্দেশনা এবং ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন।
দু’দিনের এই বিজনেস কনফারেন্সে শিক্ষার্থীদের অংশগ্রহন এবং শেখার মানসিকতা দেখে অত্যন্ত খুশি স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল আশিদ আলি। তিনি বলেন, পেশাধার এসব ব্যাংকারদের পরামর্শ এবং দিকনিদের্শনা ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে সত্যিকার অর্থে কাজে আসবে। ক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা গ্রহন করতে পারে এই লক্ষেই কাজ করে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র-ছাত্রীরা তাদের নিজস্ব বিজনেস আইডিয়া তুলে ধরেন বার্কলেইস ব্যাংক অফিসারদের সামনে। এসব আইডিয়ার কার্যকর করতে নানা টেকনিক শিক্ষা দেন অফিসাররা। অফিসাররাও সন্তুুষ্ট এবং অভিভুত ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিজনেস আইডিয়া দেখে। এই স্কুলে পেশাধার ও দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে পাঠদান।