বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০১:৫১

ফোর্বসের তালিকায় প্রিয়াংকা চোপড়া

ফোর্বসের তালিকায় প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক: এ বছরের দামি নারী টেলিভিশন তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। পর পর ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে দামি নারী টিভি তারকা হয়েছেন কলম্বিয়ার অভিনেত্রী সোফিয়া ভেরগারা। তালিকায় দামি দশে রয়েছে ভারতের প্রিয়াংকা চোপড়ার নাম।

গত এক বছরে সোফিয়ার ব্যাংকে জমা হয়েছে সাড়ে ৪১ মিলিয়ন ডলার। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘দ্য বিগ ব্যাং থিওরি’র অভিনেত্রী ক্যালে কুকো। তবে তার আয় সোফিয়ার চেয়ে ১৫ মিলিয়ন ডলার কম। অর্থাৎ, ২৬ মিলিয়ন ডলার।

এদিকে, ১৩ মিলিয়ন ডলার করে আয় নিয়ে যৌথভাবে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ‘দ্য অফিস’খ্যাত আমেরিকান অভিনেত্রী-কমেডিয়ান-লেখক মিনডে ক্যালিং এবং ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেত্রী এলিন পম্পিও।

সাড়ে ১২ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’ ধারাবাহিকের অভিনেত্রী ম্যারিশকা হারগিটে।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুলি বাউয়েন (আয় ১২ মিলিয়ন ডলার), সপ্তম অবস্থানে ক্যারি ওয়াশিংটন (আয় ১১ মিলিয়ন ডলার), অষ্টম অবস্থানে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া (আয় ১০ মিলিয়ন ডলার), নবম অবস্থানে রবিন রাইট (আয় ৯ মিলিয়ন ডলার) এবং দশম অবস্থানে পাউলি পেরেট (আয় সাড়ে ৮ মিলিয়ন ডলার)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024