বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৬

বেআইনিভাবে ভাঙ্গা বাড়ি আগের মতো নির্মান করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দেশ

বেআইনিভাবে ভাঙ্গা বাড়ি আগের মতো নির্মান করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বেআইনিভাবে ভেঙ্গে ফেলা কনজারভেশন বা সংরক্ষণ এলাকার তিনটি বাড়ি একদম আগের মতো করে পূণঃনির্মান করার নির্দেশ দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

কোল্ডরবার কনজারভেশন এলাকায় অবৈধভাবে ভেঙ্গে ফেলা বাড়ি তিনটির মালিককে বারবার বলা সত্বেও ভেঙ্গে ফেলা সম্পর্কে গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা কাউন্সিলকে প্রদান করেননি।

এখন এনফোর্সমেন্ট নোটিশ জারি করা হয়েছে এবং ১৮ মাসের মধ্যে বাড়ি তিনটি ঠিক আগের মতো নির্মান করার নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, এই প্রোপর্টিগুলো ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়া স্থানীয় বাসিন্দাদের অনেক পীড়িত করে।

যারা আমাদের ঐতিহ্যবাহি সম্পদ ধধ্বংস করে এবং আইনকে অবজ্ঞা করে, তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়াটা সঠিক হয়েছে।

তিনি বলেন, আমাদের এই আইনী পদক্ষেপের ফলে ঐ এলাকার ঐতিহ্যবাহি বিল্ডিংগুলোর যে ক্ষতি হয়েছে, তা কিছুটা সংশোধন হবে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি ছিলো এমনই যে, মালিকদের যেমন ছিলো তেমনি, আগের মতো একেকটি ইট দিয়ে বাড়িগুলো নির্মান করে দিতে হবে।

কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, কোহ্বহারবার কনজারভেশন এরিয়ার ২ – ৬ ইস্ট ফেরি রোডে অবস্থিত তিনটি প্রোপার্টি কোন প্ল্যানিং পারমিশন ছাড়াই ভেঙ্গে ফেলা হয়। এই বাড়িগুলোর ঐতিহাসিক মূল্য রয়েছে বলেই এগুলোকে সংরক্ষণ করা হয়েছিলো। জনস্বার্থেই সফল এই আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

আমরা বিশ্বাস করি যে, প্ল্যানিং কন্ট্রোলের এমন নিদারুন লঙ্ঘন কোনভাবেই চলতে দেয়া যায় না। কাউন্সিলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রোপার্টির মালিকরা আপিল করেছেন। তাদের এই আপিল আবেদন সম্পর্কে পদক্ষেপ নেবে সেক্রেটারী অব স্টেট এবং যখন এ ব্যাপারে শুনানি শুরু হবে, তখন আগ্রহী পক্ষগুলো তাদের মন্তব্য জানাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024