শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:২০

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মিস মিয়ানমারের মুকুট বাতিল

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মিস মিয়ানমারের মুকুট বাতিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিয়ানমারের একটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর নাম বাতিল করা হয়েছে। সোয়ে ইয়েন সি নামে মিস গ্র্যান্ড মিয়ানমার ২০১৭ জয়ী সম্প্রতি মিয়ানমারের রাখাইনের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করেন।

এখন মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়েছে তাঁকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে।

তিনি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী।

তিনি আরাসা কে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদি আন্দোলন হিসেবে। তিনি মনে করেন আরসার পিছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে। এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ।

তিনি আরো বলেন আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে সোয়ে ইয়েন সি’র ভয়েস এর সাথে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়েছে।

এদিকে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের দাবি অনুযায়ী সোয়ে ইয়েন সি বলেছেন তিনি তাঁর মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে।

তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024