শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় এবার ব্রিস্টল-বাথ-ওয়েস্ট এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য পাসপোর্ট সার্জারীর আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন (ব্রিস্টল, বাথ এবং ওয়েস্ট)।
আগামী ৫ নভেম্বর রবিবার স্থানীয় বাংলাদেশ হাউজে এই সার্জারী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিল সার্ভিসের অফিসাররা। এই সার্জারীতে পাসপোর্ট রিনিউ, পাওয়ার অব এর্টনী, নোভিসা স্টাম্পসসহ বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য সেবা প্রদান করা হবে। নো-ভিসা স্টাম্পের জন্য আবেদনকারীকে ৫ নভেম্বরের ১৪ দিন পূর্বে অনলাইনে ফর্ম পূরনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ হাউজের প্রেসিডেন্ট ফখরুল আলী ০৭৮ ০০৭২ ৬২৫৮ ও সেক্রেটারী কামরুল ইসলাম ০৭৮ ১৬৬৭ ৮৭০২ নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য এই সার্জারীতে কোন নগদ অর্থ গ্রহন করা হবে না। শুধুমাত্র কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।