শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্পেনের হুঁশিয়ারি উপেক্ষা করে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দেয়ার কথা সেখানকার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্টের।
সোমবার এ ঘোষণা দেয়ার জন্য পার্লামেন্ট অধিবেশন আহ্বান করা হয়েছিল। কিন্তু স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞার কারণে সেই অধিবেশন হয় নি।
আজ মঙ্গলবার নতুন করে অধিবেশন ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই আনুষ্ঠানিকভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করবেন কার্লেস। তবে তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে স্পেনের ক্ষমতাসীন দল পার্টিডো পপুলার (পিপি) পার্টি ।
দলটির যোগাযোগ বিষয়ক উপ সম্পাদক পাবলো কাসাডো এমন হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি স্বাধীনতা ঘোষণা দেন কার্লেস তাহলে তার পরিণতি হবে জেল।
এ যাবত তাকে যেসব হুঁশিয়ারি দেয়া হয়েছে তার মধ্যে এই হুমকিই সবচেয়ে ভয়াবহ। ১৯৩৪ সালে একইভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দেয়ার চেষ্টা করেছিলেন লুইস কোম্পানিস। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে জেলে যেতে হয়েছিল।
কাতালানের ঔতিহাসিক সেই নেতার কথা স্মরণ করিয়ে দিয়ে পাবলো সতর্ক করেছেন কার্লেসকে। পাবলো কাসাডো সোমবার বলেছেন, এখন থেকে ৮৩ বছর আগে স্বাধীনতা ঘোষণা দেয়ার চেষ্টা করেছিলেন একজন।
তার মতোই পরিণতি ভোগ করতে হবে অন্যদের, যারা স্বাধীনতা ঘোষণা দেয়ার চেষ্টা করবেন।
তিনি বলেন, স্পেনের আইন ও সংবিধানের অধীনে থেকে যেকোনো ঘোষণার বিরুদ্ধে লড়াই করার সব পন্থা ব্যবহার করবেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
তবে কার্লেসকে জেলের হুমকি দিলেও তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি।
পাবলো কাসাডো এল এস্পানল পত্রিকাকে বলেছেন, স্পেনে রাষ্ট্রদ্রহিতার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের জেলের বিধান রয়েছে। আর রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে ২৫ বছরের জেলের বিধান আছে।
এক্ষেত্রে লুইস কোম্পানিস নিজে ৩০ বছর জেল খেটেছিলেন। যারা এমন স্বাধীনতা দেয়ার চেষ্টা করচেন তাদের দৌড় হবে কোর্টরুমের ডক পর্যন্ত।
তিনি বলেন, আমরা চাই না ইতিহাস বার বার ফিরে আসুক। যদি আপনি সেই ইতিহাসকে ভুলতে চান তাহলে এটার পুনরাবৃত্তি করবেন না।