শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০২

টাওয়ার হ্যামলেটসে ৩৮টি ডাকাতির অভিযোগে সংঘবদ্ধ ডাকাত চক্রের জেলদন্ড

টাওয়ার হ্যামলেটসে ৩৮টি ডাকাতির অভিযোগে সংঘবদ্ধ ডাকাত চক্রের জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনের এলাকার টাওয়ার হ্যামলেটস বারায় ৩৮টি ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে জেল দন্ড দিয়েছে আদালত।

স্থানীয় ইস্ট লন্ডন এডভাটাইজার জানায় এই চক্র পেট্রল স্টেশন এবং মুদি দোকান থেকে ১০হাজার পাউন্ড মূল্যের মালামাল লুট করে।

স্নেয়ার্সব্রুক ক্রাউন কোট বলেছে, ৪ সদস্যের এই চক্র মারামারি, স্টাফদের হুমকি দিয়ে ৩৮টি ডাকাতির মাধ্যমে দোকান থেকে মদ, সিগারেট, দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। কোন কোন দোকানে তারা একাধিকবার আক্রমন করে।

গত ডিসেম্বর মাসে সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে একটি দোকানের কাউন্টার থেকে মদ ও সিগারেট নিয়ে যায় তারা। যার মূল্য প্রায় ১৬শ পাউন্ড। গত শুক্রবার হোয়াইটচ্যাপেল সংলগ্ন ক্যানন স্ট্রিটের গিল্ড জামা (২৮), রোমান রোড়ের সাইদ মিয়া (২৩), টুটেনহামের আলী নূর রহমান (৩৬) এবং ৩৪ বছর বয়সী আব্দুল হান্নানকে কোর্টে অভিযুক্ত করে।

এদের মধ্যে জামাকে ৭ বছর, রহমানকে ৩বছর ৪মাস, মি: মিয়াকে ২ বছর ও আব্দুল হান্নানকে ৬ বছরের জেল দন্ড দিয়েছে আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024