শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:০৫

পুরুষের কোমরে হাত দেয়ায় এক ব্রিটিশ পুরুষের জেল

পুরুষের কোমরে হাত দেয়ায় এক ব্রিটিশ পুরুষের জেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাবলিক প্লেসে কোনো নারীকে অশালীনভাবে ছোঁয়ার দায়ে অনেক পুরুষই অভিযুক্ত হয়ে দণ্ডিতও হয়েছেন। অনেক ক্ষেত্রে অশালীনভাবে না হলেও, কেবল নারীর গায়ে স্পর্শ করার দায়েও অনেক পুরুষকে অভিযুক্ত করা হয়েছে।

তবে এবার এক পুরুষকে স্পর্শ করার দায়ে ৩ বছরের জেল হলো অন্য এক পুরুষের। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের রক বটম বারে এক পুরুষকে মদ্যপ অবস্থায় অশালীনভাবে স্পর্শ করেছিলেন। আর দোষী সাব্যস্ত হয়ে জেলের ঘানি টানতে হয়েছে ব্রিটিশ নাগরিক জেমিকে।

যদিও জেমির আইনজীবীর বরাতে স্কাই নিউজ জানিয়েছে, খুব অল্প সময়ের জন্য ওই অভিযোগকারী ব্যক্তির কোমর ছুঁয়ে ছিল জেমি।

এতে জানানো হয়, তার উদ্দেশ্য ছিল সেই ব্যক্তিকে তার মদের গ্লাস থেকে দূরে সরিয়ে দেয়া।

এই ঘটনার কিছুক্ষণ পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেও ৩০ হাজার পাউন্ডের জরিমানা গুনতে হয় তাকে।

বিবিসি জানায়, ২৭ বছর বয়সী জেমি আফগানিস্তানে ইলেক্ট্রিশিয়ানের কাজ করছিলেন। ১৫ জুলই ওই ঘটনার দুদিন আগে দুবাইতে বেড়াতে আসেন তিনি।

গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আমিরাতের আইন নিয়েও বহু সমালোচনা শুরু হয়েছে বলে দাবি কয়েছে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024