বিনোদন ডেস্ক: ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের ওপর নির্মিত সিনেমায় অভিনয় করছেন রাখি সাওয়ান্ত, এটা পুরোনো খবর।
তবে নতুন খবর হলো এ ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানি লিওনকে। তবে সত্যিকারের সানি নন, তার চরিত্রে অভিনয় করবেন একজন।
ছবিটিতে সানি লিওনের একটি চরিত্র রাখা হবে। কারণ রাম রহিমের সঙ্গে তিনিও দেখা করেছিলেন। তার সামনে নেচেছিলেনও তিনি।
সানির সঙ্গে নাকি রাম রহিমের ঘনিষ্ঠতাও ছিলো বেশ। এমনটাই জানিয়েছেন রাখি। রাখির দাবি, রাম রহিম সম্পর্কে সব সত্য তথ্য ছবিতে দেখানো হবে।
ছবির কাজ শেষ হচ্ছে আগামী জানুয়ারিতে। ধর্ষণের দায়ে রাম রহিম সিং এখন জেলে। তার সহকারী ও পালিত কন্যা হানিপ্রীত আত্মসমর্পণ করেছেন। ছবিতে হানিপ্রীতের অংশও থাকবে।