শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হয় সংহতি‘র গ্রন্থমেলা। এদিন প্রবাসী কবি সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমিদের মিলন মেলা বসেছিল ব্রার্ডি আর্ট সেন্টারে।
কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি ইকবাল হুসেন বুলবুল, ছড়াকার রেজুয়ান মারুফ তিনটি পর্যায়ে অনুষ্ঠানটি পরিচালনায় বিকেল ৩ টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত কবি, ছড়াকার, গীতিকার, গল্পকার, আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য ও বেশ জমজমাট হয়ে ওঠে পরিবেশ। মেলায় ছিলো বেশ কয়েকটি বইয়ের স্টল। বিভিন্ন বইয়ের স্টল হতে বই প্রেমিরা ঘুরেঘুরে বই কিনে নেন।
এতে ছিল বিলেত প্রবাসী লেখকদের নতুন বই-এর মোড়ক উন্মোচনসহ বর্ণাঢ্য অনুষ্ঠান মালা। ছিলো স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, বিষয় ভিত্তিক আলোচনা ও মুক্ত আলোচনা।
লেখকদের প্রাণের মেলায় সবাইকে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করতে দেখা যায়। স্বরচিত কবিতা পাঠ ও ছড়া পাঠে এবং আবৃত্তিকারদের সরব আবৃত্তিতে অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।