শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে মুসলিমপ্রধান এলাকায় ছুটি ঘোষণার কথা বিবেচনা করছে জার্মানি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
১০ই অক্টোবরে এক আলোচনায় গত মাসের জাতীয় নির্বাচনে বিজয়ী জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিরি বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। এর পর থেকেই এ নিয়ে নানা জল্পনা চলছে। তিনি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রাটিক ইউনিয়নের (সিডিইউ) একজন সদস্য।
ফলে তার এমন বক্তব্যে বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জার্মানির সংবিধান অনুযায়ী, দেশটির ১৬টি অঙ্গরাজ্যের প্রত্যেকে আলাদাভাবে নিজ নিজ ধর্মীয় ছুটির দিনক্ষণ নির্ধারণ করতে পারে।
মাইজিরি আরো বলেন, যদি খ্রিস্টানপ্রধান এলাকাগুলোতে খ্রিস্টীয় ধর্মোৎসবে ছুটি ঘোষণা করা হতে পারে, তবে মুসলিমপ্রধান এলাকায় মুসলিম ধর্মোৎসবের দিনগুলোতে কেন ছুটি ঘোষণা করা হবে না? আমাদের সেই উদ্যোগ নিতে সমস্যা কোথায়?
উল্লেখ্য, বর্তমানে জার্মানিতে ধর্মীয় ছুটির দিনগুলো মূলত খ্রিস্টীয় ধর্মোৎসবকে কেন্দ্র করে। জার্মানির ফেডারেল আইন অনুযায়ী সে দেশে একটিমাত্র ছুটির দিন আছে যেটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। সেটি হল জার্মানির পুনরেকত্রীকরণ দিবস। বাদবাকি ছুটির দিনগুলো রাজ্য ভেদে নির্ধারিত। অবশ্য সিডিইউর শাখা সংগঠন ক্রিশ্চিয়ান কনজারভেটিভ ইউনিয়ন (সিএসিউ) স্বরাষ্ট্রমন্ত্রী মাইজিরির এ প্রস্তাবের সমালোচনা করেছে।
তারা বলেছে, সরকারিভাবে মুসলমানদের ধর্মীয় উৎসবে ছুটি ঘোষণা করা হবে একটি প্রশ্নাতীত অবাস্তব সিদ্ধান্ত। সংস্থাটির অন্য সদস্যরা আরো বলেন, শত বর্ষজুড়ে খ্রিস্টীয় ঐতিহ্যের প্রাচুর্যতাই আজকের জার্মানি এবং ভবিষ্যতেও এর পরিবর্তন হবে না।