বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:০৭

গাড়ি ড্রাইভিংয়ের সতর্ক বার্তা দিয়ে কড়া নিয়ম আসছে ব্রিটেনে

গাড়ি ড্রাইভিংয়ের সতর্ক বার্তা দিয়ে কড়া নিয়ম আসছে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে গাড়ি দুর্ঘটনার ভয়াবহতা কেবল বাড়ছে। আর এর প্রতিরোধে নতুন এক আইন করার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। বিপজ্জনক এবং বেপরোয়া ড্রাইভারদের যাবজ্জীবন জেল ভোগ করতে হবে নতুন আইনে।

বেপরোয়া এবং বিপজ্জনক ড্রাইভিংয়ের ভয়াবহতা এবং ভুক্তভোগিদের কষ্টের উপলব্ধি থেকেই সরকারও বিপজ্জনক ড্রাইভিংয়ের ক্ষেত্রে যাবজ্জীবন জেল দন্ডের বিধান নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানা যায়।

বেপরোয়া গতিতে বা মদ্যপ অবস্থায় ড্রাইভিং এবং ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে সৃষ্ট দুর্ঘটনায় কারো মৃত্যু হলে ওই ড্রাইভারের যাবজ্জীবন দন্ডের বিধান রেখে নতুন আইন করার পক্ষে মত দিয়েছেন হাজার হাজার মানুষ। বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে কাউকে গুরুতর আহত করলেও একই দন্ডে দন্ডিত হবেন।

সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন চ্যারিটি সংস্থা ব্রেইকের ডাইরেক্টর জ্যাশন ওয়াকফোর্ড। ব্রেইক রোড সেইফটি নিয়ে কাজ করে। জ্যাশনের মতে, গাড়ি দুর্ঘটনায় নিহতদের স্বজনদের জন্যে সরকারের নতুন পরিকল্পনা একটি বড় শান্তনা হবে।

জাস্টিস মিনিষ্ট্রি জানিয়েছে, পাবলিক কনসালটেশনে প্রায় ৯০ শতাংশ মানুষ নতুন এবং কঠোর আইনের পক্ষে মত দিয়েছে। আর ৭০ শতাংশ মানুষ প্রচলিত আইনকে আরো শক্তিশালি করার পক্ষে মত দেন। বেপরোয়া এবং বিপজ্জনক ড্রাইভিংয়ের ভয়াবহতা এবং ভুক্তভোগিদের কষ্টের উপলব্ধি থেকেই সরকারও বিপজ্জনক ড্রাইভিংয়ের ক্ষেত্রে যাবজ্জীবন জেল দন্ডের বিধান নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

জাস্টিস মিনিষ্টার ডমিনিক জানান, রোড এক্সিডেন্ট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রচলিত আইনকে পরিবর্তন এবং পরিবর্ধন করার জন্যে সরকার একটি পাবলিক কনসালটেশন করেছিল। তাতে বিপজ্জনক এবং বেপরোয়া ড্রাইভারদের শাস্তির বিধান কঠোর করার পক্ষে প্রায় ৯ হাজার সাবমিশন গ্রহণ করে সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024