শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৭

ব্যাপক বিধ্বংসী রুপে ঘূর্ণিঝড় ওফেলিয়া ব্রিটেনের বুকে আঘাত হানবে

ব্যাপক বিধ্বংসী রুপে ঘূর্ণিঝড় ওফেলিয়া ব্রিটেনের বুকে আঘাত হানবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্যপক বিধ্বংসী বার্তা নিয়ে ফের ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ঠিক ৩০ বছর আগে এরকমই এক ভয়ঙ্কর ঝড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এমন সতর্কবার্তাই দিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ সোমবারই ব্রিটেনের বুকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ওফেলিয়া। আর এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই আয়ারল্যান্ডে জরুরিকালীন বৈঠক বসেছে।

জানা গেছে, ১৬৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে ওই ঝড়। ক্রমশ আটলান্টিক মহাসাগরের আজোরে আছড়ে পড়বে ওই ঝড়। গতিপথ দেখে এমনটাই অনুমান করা হচ্ছে। ক্রমশ গতি বাড়িয়ে আছড়ে পড়বে ব্রিটেনে। ব্রিটেনের বিভিন্ন অংশে ১১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আঘাত করবে ওই ঝড়।

আবহাওয়া দপ্তর সূত্র খবর, সোমবার বিকেলের মধ্যেই এসে পড়বে ঘূর্ণিঝড় ওফেলিয়া। আর তার জেরে বিপর্যস্ত হবে বিদ্যুৎ পরিসেবা, বন্ধ হয়ে যাবে বিমান পরিসেবা, সমুদ্রে উপকূলে ব্যাপক আকারের ঢেউ উঠবে। তার জন্য আগেই সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অপ্রয়োজনে কোথাও যেতে নিষেধ করছে সরকার।

বিবিসি ওয়েদার রিপোর্টে দাবি করা হয়েছে, ওইদিন একদিকে যখন ঝড় আছড়ে পড়বে ব্রিটেনের একাংশে। অন্যদিকে, তখন ব্রিটেনের পূর্ব অংশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। তাপমাত্রা থাকবে ২২-২৩ ডিগ্রি। যেখানে এইসময় তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রির আশেপাশে। ওফেলিয়া একটি উপেক্ষিত কিশোরীর নাম। এই বিধ্বংসী ঝড়ের নামকরন হয়েছে সেই কিশোরির নামেই হ্যামলেট-এ উপেক্ষিত গল্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024