সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪১

লন্ডনে মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত

লন্ডনে মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত ১৬ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনে ফরেস্ট গেটে মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রীদের পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলী আহমদ। অনুষ্ঠান যৌথভাবে সভা পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারন সম্পাদক মুক্তদীর আলী মকতু, মানিকুর রহমান গনী, সোহর আলী রিংকু, সাচ্চু মিয়া এবং চিত্র নায়িকা সোনিয়া।

এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি আবু সামীহুর। সব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে বিশাল আকারের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইষ্টহ্যামের এমপি ইষ্টিফেন টিমস, বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার সাবিনা আক্তার, আহমেদ উস সামাদ চৌধুরী জে পি, কাউন্সিলার সিরাজুল ইসলাম, এসেম্ভেলী মেম্বার উমেশ দেশাই, সাবেক এমপি সৈয়দা জেবুন নেছা হক, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার শাহ আলম, কমিউনিটি ব্যাক্তিত্ব মুতাসিম আলী সেতু।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাপ্তান মিয়া, আফতাব উদ্দিন, মো: সামছুল ইসলাম কয়ছর, আব্দুল আহাদ রুবেল, নিজাম উদ্দিন নিজাম, পারভেজ আহমেদ সহ আরো অনেকে। দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি চলে এতে স্কুলের অতীত স্মৃতি নিয়ে আলোচনা, পুথি পাঠ, নাথ, কবিতা, ম্যাজিক শো। সাংস্কৃতিক অনুষ্ঠানে মন মাতানো গান পরিবেশন করেন শতাব্দীকর।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024