বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:৩১

গ্লোবাল এইড এর উদ্যাগে ৫ম কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্লোবাল এইড এর উদ্যাগে ৫ম কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: গ্লোবাল এইড ট্রাস্ট্রের উদ্যাগে জাতীয় পর্যায়ের ৫ম কেরাত প্রতিযোগিতা(কিউ ফ্যাক্টর ৫) রোববার ১৫ অক্টোবর পূর্ব লন্ডনের অভিজাত ‘রয়্যাল রিজেন্সি হল’এ এক জাঁকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী স্কোলার শায়েখ আব্দুল আজিজ। আসিফ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী এবং তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সুললিত কণ্ঠে হৃদয় ছোঁয়া পবিত্র কোরআনের তেলাওয়াত সবাইকে বিমোহিত করে।

কেরাত প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে কয়েকশ প্রতিযোগী অংশ গ্রহণ করেন। তাঁদের মাঝ থেকে কয়েক ধাপে বাছাই পর্ব শেষে দুই গ্রুপ থেকে ৬ জনকে নির্বাচিত করা হয়। এসময় ট্রাষ্ট্রের অন্যান্য ট্রাস্ট্রি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।

কেরাত প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হন ইদ্রিস বান্না হাসান। দ্বিতীয়; মোহাম্মদ ইসমাইল বিন মাইদি এবং তৃতীয় হন; রায়য়ান শরিফ।

সিনিয়র গ্রুপে প্রথম হন; মোহাম্মদ নাদিমুল আহসান নাহিন। দ্বিতীয়; আব্দুল্লাহ নোমান আল-মাদানী ও তৃতীয় হন হাবিব মাতলিব।

অনুষ্ঠানে রোহিঙ্গা মুসলমানদের জন্য ফাণ্ড সংগ্রহ করেন ইসলাম চ্য্যানেলের জনপ্রিয় উপস্থাপক রহিম জঙ্গ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ‘চ্যানেল এস টিভি’। বিপুল সংখ্যক আলেম, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুন্দর আয়োজন এবং নৈশভোজের পর অনুষ্ঠানের কাজ শেষ হয়।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024