শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার স্ত্রী সুষমা সিনহাও অস্ট্রেলিয়া উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রধান বিচারপতির স্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে একই ফ্লাইটে প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওই দিন সুষমা সিনহারও অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি।
উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা।