২০১১ সালের ২৮ জুন চালু হওয়া সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইটের তালিকার দ্বিতীয় অবস্থানে স্থান করে নিয়েছে গুগল প্লাস। ২০১১ সালে চালু হওয়া এই জনুপ্রয় নেটওয়াকটি আজ বিশ্বে কোটি কোটি মানুষের প্রতিদিনের কাজে এক যুগান্তকারী হিসেবে কাজ করছে।
যুক্তরাজ্যের বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডসস্ট্রিমের গ্লোবাল ওয়েব ইনডেক্সে বরাত দিয়ে জানা যায়, জনপ্রিয়তার হিসেবে শীর্ষে রয়েছে বিশ্বে কোটি কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ট্রেন্ডসস্ট্রিমের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় ফেসবুক ব্যবহারকারির সংখ্যা প্রায় ৭০ কোটি ওপরে।
আর এদিকে সামাজিক যোগাযোগের অন্যতম ওয়েবসাইট গুগল প্লাস রয়েছে জনপ্রিয়তার দ্বিতীয় অবস্থানে যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৪ কোটি।।আর চমকপ্রদভাবে তৃতীয় অবস্থানে রয়েছে ইউটিউব, চতুথ অবস্থানে টুইটার।
সুত্র: গিজমোডো
Leave a Reply